তৃণমূল গ্রাম পর্যায়ে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে, মাদকের অপব্যবহার রোধে, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি-ডাকাতি, যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সামাজিক অবক্ষয় রোধমূলক কর্মকান্ড, গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে সবুজ বনায়ন গড়ে তুলতে প্রশিক্ষণপ্রাপ্ত আনসার দলনেতাকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
সিলেট বিভাগীয় আনসার-ভিডিপি’র সহকারী রেঞ্জ পরিচালক মোঃ মশিউর রহমান মানিক গত ২১ সেপ্টেম্বর শনিবার সকালে সিলেট নগরীর রেঞ্জের অধিনে আখালিয়া আনসার-ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট বিভাগের ৪ জেলার ৩৫ ওয়ার্ড/ ইউনিয়ন দলনেতাদের ২৮ দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণে দায়িত্বে সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আবু শাহাদৎ মোঃ এনামুল হক, প্রশিক্ষণার্থীদের পক্ষে আমিন মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মুন্না পাল। বিজ্ঞপ্তি