স্টাফ রিপোর্টার :
কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার নগরীর মজুমদারপাড়া টিঅ্যান্ডটি কলোনি এলাকা থেকে মাসুম আহমেদ (৩৪) নামের এই প্রতারককে গ্রেফতার করে সংস্থাটির মানব পাচার অপরাধ দমন ইউনিটের একটি টিম। গতকাল শুক্রবার দুপুরে সিআইডির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য মাসুম। সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে অন্য সহযোগীদের নিয়ে কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া ও জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করে থাকে এই চক্র। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট।