কাজিরবাজার ডেস্ক :
মহামারি করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা দিন দিন বাড়ছে। ভাইরাসটির কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় গোটা বিশ্ব। এদিকে, প্রাণঘাতি এ ভাইরাসে টানা তৃতীয় দিনের মতো সাড়ে ১০ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় নতুনভাবে সাড়ে ৬ লাখ মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৫ কোটি ৭২ লাখ ৩১ হাজার ৬৩৫ জন। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ৪৬১ জনে। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৭২১ জন
গত মে মাসের পর, যুক্তরাষ্ট্রে আবারো দিনে দুই হাজার ছাড়ালো মৃত্যু। দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৫৮ হাজার ছাড়ালো। দিনে এক লাখ ৮০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় নতুন সংক্রমণ।
এদিন, সাড়ে ৬শতের মতো মৃত্যু দেখলো ব্রাজিল-ইতালি ও পোল্যান্ড। দৈনিক হিসাবে, ৫৮৪ জনের মৃত্যু রেকর্ড হয়, ভারত। এছাড়া, যুক্তরাজ্য ও মেক্সিকোতে মারা গেছেন ৫শ মানুষ। বৃহস্পতিবার, ফ্রান্স-ইরান-রাশিয়াতেও সাড়ে ৪শতের বেশি মানুষের মৃত্যু হলো কোভিড নাইনটিনে। মহামারির ‘সেকেন্ড ওয়েভ’-এ আগামী ছয় মাস খুব কঠিন সময় যাবে- হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
এদিকে, প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন।