বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভলপমেন্ট ও ইউ.এন.এফ.পি.এ. এর যৌথ সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলই গ্রাম বাজারে ১নং ওয়ার্ডের মেম্বার খালেক এর অফিসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৫ অক্টোবর বুধবার শুরু হয়েছে।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার যুব নারীদের আয়মূলক প্রশিক্ষণ কর্মশালার পরিদর্শন করেন কোম্পানিগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার খালেক, বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক রোকসানা বেগম, প্রশিক্ষক শওকত হাসান, সার্বিক সহযোগিতায় ফোকাল পার্সন ও ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মোঃ ফজলু রহমান প্রমুখ।
কর্মশালায় ১৩ থেকে ১৭ বছর বয়সের ৩০জন যুবনারী আয়মূলক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এ সময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফুর রহমান বলেন, নিজকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের বিকল্প নেই। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, বর্তমান সরকার যুবনারীদের বেকারত্ব দূর করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি ঈকোয়্যালিটি সোসাইটির এ ধরনের প্রশিক্ষণ কর্মসুচির আয়োজন করা ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি