স্টাফ রিপোর্টার :
লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে গত শনিবার সন্ধ্যা থেকে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে গতকাল রবিবার সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে। শনিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন- আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ আকারে শনিবার সন্ধ্যা ৬টায় পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই অবস্থায় রবিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়- আগামী দুইদিনে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে।