সকল ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ভোটাররা আমাকে আবারও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন ——–নুরুল হুদা মুকুট

5

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, গত ১৭ অক্টোবর জেলা পরিষদের অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ভোটাররা তাকে টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি বলেন, বিগত নির্বাচনে অন্যন্ত কম ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেল করেছিলেন। এবার তার বড় ভাই পিপি থেকে রিজাইন দিয়ে জেলা পরিষদ নির্বাচনে এসেছেন। উনারা কিন্তু ভোটারদের কাছে ভোট চান নাই, বাকা পথে হেঁটেছেন, হাইকোর্টের বারান্দায় ঘুরেছেন। কেন্দ্রিয় নেতৃবৃন্দকে পেশার ক্রিয়েক্ট করার চেষ্টা করেছেন। এগুলো থেকে ফেল করে তারা সিলেটের বাসা ও সুনামগঞ্জে জায়গা বিক্রি করেছেন। প্রায় ৭/৮ কোটি টাকা খরচ করেছেন। লক্ষ টাকার উপরে প্রতিটি ভোট কিনেছেন। এ ভাবে টাকার বিনিময়ে তারা প্রভাবিত করেছেন।
রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির কার্যালয়ে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এর প্রতিষ্ঠাতা ভিপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজাসহ ছাতক উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিতেষ তালুকদার মঞ্জু উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা ভিপি, জেলা আ’লীগ নেতা আওলাদ আলী রেজা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবির আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য পীর আমিনুল হক চুনু, আশিকুর রহমান আশিক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহির আলী মতছির, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিনুর রাজা চৌধুরী, হাফেজ রুহুল আমীন, আব্দুল হেকিম, সুন্দর আলী বুলবুল, আসমান গণি, কদরিছ আলী, আলা উদ্দিন, ময়নুল ইসলাম, ফয়জুল করিম, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফখর উদ্দিন, সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসাইন, নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি আনা মিয়া, সাধারণ সম্পাদক সুজন মিয়া, ছাতক উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. বেলাল আহমদ, রুবেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ইমদাদুল হক ইমন, আল মারওয়ান, মারজান আহমদ হিমেল, নানু মিয়া, রবি, রাফি, আয়াজ, নবীর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আওলাদ আলী রেজার নেতৃত্বে জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।