কানাইঘাট ও জকিগঞ্জে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের নতুন ঘর হস্তান্তর

11
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় কানাইঘাটের দুর্গাপুর গ্রামের সাবিদা বেগম ও তার পরিবারের নতুন ঘরের চাবি তুলে দিচ্ছেন প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান এমপিএইচএফবি সহ ক্লাব নেতৃবৃন্দ।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বন্যা পুনবার্সন প্রকল্পের আওতায় কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) কানাইঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের সাবিদা বেগম, হারাতৈলী (বেতু) গ্রামের তাজ উদ্দিন ও জকিগঞ্জ উপজেলার উত্তর খিল গ্রামের কয়ছর আহমদের হাতে এই নতুন ঘরের চাবি তুলে দেন প্রধান অতিথি ডিস্ট্রিক গভর্ণর ইলেক্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান এমপিএইচএফবি।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মনসুর আহমদ পিএইচএফ এর পরিচালনায় নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসাইন এসিস্টেন্ট গভর্ণর রোটারিয়ান পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান পিপি ড. এম. শহীদুল ইসলাম এডভোকেট পিএইচএফ, রোটারিয়ান পিপি রুহুল আলম আরএফএসএম, রোটারিয়ান আফসর আহমদ, পিএইচএফ, রোটারিয়ান আহমদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান আব্দুর রহমান আরএফএসএম, রোটারিয়ান ইমদাদ হোসেন আরএফএসএম, রোটারিয়ান হোসেন আহমেদ আরএফএসএম, রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি