সাহেব মাহমুদ

13

ঝুলন্ত জীবন :

টের পায় বিকেলের আলো মশকের জল তবুও শুকায়,
জোছনা কিম্বা বিশ্রী মরুভূমি
দূরত্বের শেষ ক্ষত চটুল পিপাসায়।

মেঘের ভিতর যে আভা থাকে কিছুক্ষণ,
সেদিকে সম্পূর্ণ চোখ ঝুলন্ত জীবন।
পুকুরে সাঁতার কাটে খসে পড়ে রাজহাঁসের উষ্ণ পালক,
লঙ্গরখানার কথা বলে- ব্যঙ্গ করে চলে যায় অলৌকিক বালক।