জেহান মোবারক

10

হিম শীত :

শীত আনে যে কারো জন্যে
কষ্ট ক্লেশের দিন,
শীত আনে না সবার মাঝে
হাসি খুশির বীণ।

নিঃস্ব গরীব টোকাই গুলো
কাঁপছে শীতের রাত,
শিল্পপতি মালিক গুলো
দেয় সাহায্যের হাত।

বসতবাড়ি হীন অসহায়
থাকে বস্তির ঘর,
পোষ মাঘ এলে হিম শীত পড়ে
বয়ো-বৃদ্ধের করে ডর।

নদী মাতৃক সাগর কেন্দ্রিক
যাদের বাড়ি ঘর,
হিমেল হাওয়া কনকনে শীত
ভোগে ঠাণ্ডা কাশি জ্বর।

দান করার এই নিয়ত যদি
থাকে ধনাঢ্য জন,
গরীব দুঃখী বাঁচবে সবাই
দেখবে ধনীর মন।