সিংহ ও ইঁদুর :
সিংহ মশাই বনের রাজা
শক্তি দেখায় যারে-তারে,
অহংকার যে পতনের মূল
অবশেষে বুঝতে পারে।
এক দিবসে ছোট্ট ইঁদুর
হঠাৎ পড়ে তাহার গায়ে,
হুংকার দিয়ে ধরলো তারে
মারবো পিষে আমার পায়ে।
জোড় হাত করে কাঁদতে লাগে
পরাণ যদি ভিক্ষা মেলে,
ঋণী থাকবো চিরদিনই
শোধ করবো তা মওকা পেলে।
তাচ্ছিল্যতে মুখটা ভরে,
অট্ট হাসে বারে বারে,
এতটুকুন নেংটি ইঁদুর
তুই আসবি কী উপকারে ?
তোর উপকার নেই প্রয়োজন
ছেড়ে দিলাম আজকে তবু,
এমন স্পর্ধা দেখাস নে আর
পাবি না তো ক্ষমা কভু।
শিকার করতে মেষের শাবক
ভুল হয়ে যায় বড্ড চালে,
আটকা পড়ে কাঁদে সিংহ
শিকারিদের পাতা জালে,
নেংটি ইঁদুর প্রাণ পণেতে
যায় ছুঁটে যায় জালের কাছে,
যখনি সে জানতে পারে
রাজা মশাই বন্দি আছে।
কুটুর-কুটুর,জাল কেটে যায়
রাজাকে সে মুক্তি করে,
ছোটো বলে তাচ্ছিল্য নয়
বুজলো সিংহ বিপদ পরে।