সাহেবেরবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী কারাগারে

4

স্টাফ রিপোর্টার :
শহরতলীর সাহেবেরবাজার ঘোড়ামারা ছয়দাগ গ্রামে হালিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্বামীর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার সহ্য করতে না পেরে হালিমা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় স্বামী নূর উদ্দিনকে (২৮) শনিবার গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, গত দুই বছর আগে এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার ঘোড়ামারা ছয়দাগ গ্রামের বাচ্চু মিয়ার বাসুরের ছেলে নূর উদ্দিনের সঙ্গে একই এলাকার কান্দিপাড়া গ্রামের মছদ্দর আলীর মেয়ে হালিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হালিমার উপর নির্যাতন চালাতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নুর উদ্দিন বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে আসতে স্ত্রী হালিমাকে আবারও চাপ দেন। এতে হালিমা হাজির না হলে নুর উদ্দিন ও তার বাড়ির লোকজন আবারও নির্যাতন করেন। এ ঘটনার পর হালিমা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এয়ারপোর্ট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় হালিমার মা মোছা. দিলারা বেগম বাদি হয়ে হালিমার স্বামী ও তার বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার নুর উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রবিবার তাকে আদালতে প্রেরণ করলে আদালত নুর উদ্দিনকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।