জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে ছইল মিয়া, মৃত আতা উল্লার ছেলে হাবিবুর রহমান হবি, মৃত মনোহর আলীর ছেলে বেলাল মিয়া, মৃত ওয়াহাব আলীর ছেলে নাহিন মিয়া, মৃত আফিজ উল্লার ছেলে আবদুল হাই, পৌর এলাকার জালালপুর গ্রামের মৃত আশিকুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও উপজেলার ইছগাঁও গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে আবদুল হেকিম।
৩১ আগষ্ট সোমবার জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম, এসআই অনিক চন্দ্র দেব ও এসআই সাফায়েত হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল মোহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে টেটা, বল্লম, সুলফি, লাঠিসোটা সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ ছইল মিয়া, হাবিবুর রহমান হবি, বেলাল মিয়া, নাহিন মিয়া ও আবদুল হাই সহ ৫ জনকে গ্রেফতার করেন। এর মধ্যে কুখ্যাত সন্ত্রাসী ছইল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া রয়েছেন ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হবি। অন্যদিকে-থানার এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিয়াউর রহমানকে গ্রেফতার করেন। সেই সাথে বিদ্যুৎ বিল মামলার পলাতক আসামী আবদুল হাকিমকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।