কাজিরবাজার ডেস্ক :
পঞ্চগড়ের বোদা উপজেলায় নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
রবিবার (২৫ সেপ্টম্বের) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়।
এর আগে একই দিন দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহালয়া পূজা উপলক্ষে করতোয়া নদী নৌকা দিয়ে পার হতে যাচ্ছিল প্রায় ১০০ এর অধীক সনাতন ধর্মের মানুষ। নৌকাটি নদীর মাঝখানে গেলে মোড় নেওয়ার সময় ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণ পশাসনসহ স্থানীয় ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করলে মোট ২৪ জনের মৃরদেহ উদ্ধার করা হয়। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।