সিলেটে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান আয়োজন

3
বাংলা সাহিত্যের অনন্য দিকপাল বিশ^কপি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

বাংলা সাহিত্যের অনন্য দিকপাল বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিভিন্ন শাখা-প্রশাখা তাঁদের প্রতিভার যাদু স্পর্শে সমৃদ্ধ হয়েছে। বিশ্বকবি ও জাতীয় কবিকে স্মরণ উপলক্ষে কবিদ্বয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ জেলা শিল্পকলা একাডেমি, সিলেট ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের যৌথ উদ্যোগে (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনাসভার। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ; সিলেট সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। আবৃত্তিশিল্পী অনিমা দে তন্বীর উপস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল ও জ্যোতি ভট্টাচার্য্য। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইয়াছমিন নাহার রুমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট আর্টস কলেজের অধ্যক্ষ হ্যারল্ড রশীদ চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, বিশিষ্ট সংগীতশিল্পী পূর্ণিমা দত্ত রায়, বিশিষ্ট যন্ত্রশিল্পী পান্না দাস, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাজমা পারভীন প্রমুখ। বিজ্ঞপ্তি