স্পোর্টস ডেস্ক :
ইউএস ওপেন শুরুর সময়েই ইঙ্গিত দিয়েছিলেন অবসরের। অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নারী এককের তৃতীয় রাউন্ডের খেলায় লড়াই করে হেরে গেলেন ২২ বারের গ্র্যান্ড স্যাম জয়ী এই তারকা টেনিসার। এরপরই টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন সেরেনা উইলিয়ামস।
মন্টিনিগ্রোর টেনিস সুন্দরী ডানকা কোভিনিচের বিপক্ষে ৬-৩ ও ৬-৩ সেট পয়েন্টে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন সেরেনা। দ্বিতীয় রাউন্ডেও জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন ৪০ বছর বয়সী সেরেনা। পরের ম্যাচেও জয়ের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা টেনিসারের বিপক্ষে ৭-৫, ৬-৭(৪-৭) ও ৬-১ গেম পয়েন্টে হেরে যান সেরেনা।
ম্যাচের পরই র্যাকেট তুলে রাখার ঘোষণা দেন সেরেনা এবং বিদায় বেলায় কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩টি গ্র্যান্ড স্লামজয়ী এই টেনিস তারকা। সেরেনার রয়েছে একটি কন্যাসন্তান। এই টেনিস তারকা জানিয়েছেন, দ্বিতীয়বার মা হওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাই টেনিসকে বিদায় জানিয়েই সে পথে এগোবেন।
সেরেনার বিদায়ে শোকের ছায়া নেমে পড়েছে পুরো টেনিস পাহাড়। তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিভিন্ন দেশের আলোচিত টেনিস তারকারা।