মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী

10

তালের পিঠা :

ভাদ্র মাসে তালের পিঠা
খেতে ভারি মজা,
তালের রস চালের আটা
গরম তেলে ভাজা।

হাট বাজারে যেয়ে সবাই
তাল কোথা খুঁজি,
ভাদ্র মাসে যায় পাওয়া
সবাই মোরা বুঝি।

রোজ সকালে নানী দাদী
বানায় তালের পিঠা,
আমরা সবাই খেতে বসি
বলি হয়নি মিঠা।

বেশি করে মিঠাই তাঁরা
নরম আটায় দেয়,
মিঠায় ভরা তালের পিঠা
খেতে মজা পায়।