জিল্লুর রহমান পাটোয়ারী

23

ভাদ্র মাসে :

ভাদ্র মাসে তাল পাকে,
পাকে আরও ছাল –
মিষ্টি মধুর রসে ভরপুর,
খেতে মজা তাল।
চল খোকা ছুটে যাই,
মামাদের দেশ –
পাকা তাল মধু রস,
খেতে লাগে বেশ।
পাকা তালের রস দিয়ে,
মামীর হাতের পায়েস –
খেয়েদেয়ে করি খোকা,
আরাম আয়েশ।
ভাদ্র এলে সুখ ভরে বুক,
শরতের শুভ টান-
ঋতুরাজ শোভা নিয়ে এলো,
বাংলার গাহি গান।