পাত্রখোলা চা বাগানের চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্স মতবিনিময় করবেন

6

পিন্টু দেবনাথ মৌলভীবাজার থেকে :
শনিবার ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে চা শ্রমিকদের সাথে দেশের চারটি চা বাগানের শ্রমিকদের সাথে সিলেট/হবিগঞ্জ/মৌলভীবাজার/চট্টগ্রাম/মতবিনিময় করবেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকলা চা বাগানে শুক্রবার ২ সেপ্টম্বর প্যান্ডেল পরিদর্শন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান, এএসপি সার্কেল শহিদুল ইসলাম মুন্সি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান আসিদ আলী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।