স্টাফ রিপোর্টার :
নগরীর ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব প্রতিষ্ঠানের ৫ হাজার ২৪১ জন শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের এ টিকা প্রদান করা হয়। এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে আমাদের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল নগরীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ২৪১ জন শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৮৮ জন ও ছাত্রী ২ হাজার ৬৫৩ জন রয়েছেন। এসব শিক্ষার্থীদের প্রত্যেকেই ফাইজারের প্রথম ডোজের টিকা প্রদান করা হয় বলেও জানান তিনি।