অশুদ্ধতা যাক ফিরে :
রোজা রাখি নামাজ পড়ি
করি ইবাদত,
মিথ্যে থেকে দূরে থাকি
এটাই হোক শপথ।
নামাজ ও রোজা দু’টোই ফরজ
পালনে বাধ্য মুসলমান,
নামাজ ও রোজার কল্যাণে আসে
দো’জাহানে সম্মান।
এক একটি দিন বড়ো নিয়ামত
এ পৃথিবীর তরে,
হিংসা, অহংকার ও বাহাদুরী থেকে
সবার মনটি যাক ফিরে।
যার যার ধর্ম তার তার কাছে
থাকুক সম্মানে,
সৃষ্টিসেরা মানবজাতির বন্ধন
থাকুক আত্মার বন্ধনে।