মোঃ রাজিব হুমায়ুন :
শীত সকালে হিম বাতাসে
চাদর মুড়ি দিয়ে-
হাঁটেন দাদা নিয়মিত
নাতনি কোলে নিয়ে।
শিশিরভেজা ঘাসের ডগা
অবাক হয়ে দেখে,
কেমন করে ঘুরেন তারা
লেপের আদর রেখে?
বলেন দাদা নাতনি শোনো
বটতলাতে যাবো,
সেথায় গিয়ে দুজন মিলে
ভাপা পিঠা খাবো।
নারকেল আর খেজুর গুড়ের
মজার পিঠা খেতে-
মানুষ আসে সারিসারি
সবাই ওঠে মেতে।
সূর্যিমামা দেখা দিলে
ফিরবো তবে বাড়ি,
যাবার পথে নিয়ে যাবো
খেজুর রসের হাঁড়ি।
নাতনি বলে শোনেন দাদা
যখন বাড়ি যাবো,
সবাই মিলে আয়েশ করে
রসের পায়েস খাবো।