ওসমানীনগর থেকে সংবাদদাতা :
দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের পরিচালক মোঃ আহসান হাবিবের তত্ত্বাবধানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পের ৬ষ্ঠ ধাপের আওতায় প্রতিবন্ধী পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে আশারকান্দি ইউনিয়নের শাহারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত শারিকূল ইসলামের ৮ সদস্যের পরিবারের নতুন ঘর বুঝিয়ে দেন এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা। এরশাদ আম্বিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
প্রধান অতিথির বক্তবে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, দেশে-বিদেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাহায্য-সহযোগিতায় বন্যার শুরু থেকে সিলেট ও সুনামগঞ্জে বন্যার্ত মানুষের শুকনো খাবার ও আশ্রয় কেন্দ্র রান্না করা খাবার এবং নগদ অর্থ বিতরণসহ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করেছি। পরবর্তীতে খাদ্য সামগ্রী ও কোরবানির মাংস এবং গৃহ নির্মাণ কাজ এবং গৃহ হস্তান্তর কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান রয়েছে। মানুষের কল্যাণে এসব কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ অতিথি ছিলেন, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, ব্যাংকার আলী হোসেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।