২০০৫ সালের ১৭ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগের, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) সকাল ১২টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি এডভোকেট রনজিত সরকার বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে আজকের এইদিনে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পূরণ হয়নি আর হবেও না। দেশের জনগনকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকেই দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর বিএনপি-জামায়াত এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা দেশকে ভালো রাখতে চায় না, তারা চায় না দেশের মানুষ শান্তিতে থাকুক। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি-জামায়াত ‘অপশক্তির’ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের পাশা হিম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন ছিলেন ধর্মপাশা সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাহীন রেজা, ধর্মপাশা আওয়ামীলীগ নেতা এম এম রেজা পহেল, এম কে রব্বানী বুলেট, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোখন উদ্দিন বেপারী, ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট অসীম, সাবেক যুগ্ম আহ্বায়ক আলি আকবর, লুৎফর রহমান উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মোঃ মুশফিকুর রহমান মানিক, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, সেলভরস ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লতুয়া হোসেন লতু (মেম্বার), সাধারণ সম্পাদক তৌহিদ, মধ্যনগর ৪নং ইউনিয়ন ২নং ওয়ার্ডেল মেম্বার প্রান গোপাল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা পিয়াস প্রমুখ। বিজ্ঞপ্তি