এম এইচ মুকুল

4

অবাক হয়ে দেখি :

সবুজে শ্যামলে এই প্রাণের বাংলা
দেখি আমি বারে বার,
দেখি আসমান জমি নদী খাল বিল
শত ফুল সমাহার।
দেখি মানুষের মাঝে চলন বলন
অবাক নয়নে রোজ
দেখি রীতিনীতি সব এই মানুষের
সভ্যতা করি খোঁজ।
দেখি স্বাধীনতা আর মানবিকতায়
কত আজ ব্যবধান!
দেখি কার মাঝে আছে কতটুকু বোধ
শ্রদ্ধা ও সম্মান?
দেখি বিবেকের খুন প্রতিদিন আমি
এই বাংলার বুকে,
দেখি অসহায় কত নির্দোষ প্রাণ
বেঁচে আছে ধুকে ধুকে!
দেখি পদ্মা মেঘনা আগের মতোই
আজো আছে বহমান,
শুধু শোষণ পিড়িতো বাংলাকে দেখা
হলো নাকো অবসান।