শাবি থেকে সংবাদদাতা :
শতকরা ২০ ভাগ বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া এবং ওইদিন পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কার্য সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ, ১৮ আগষ্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সিদ্ধান্তনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার অনলাইনে এবং অন্য চারদিন সরাসরি ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রতি বৃহস্পতিবারে পুরাপুরি বন্ধ থাকবে এবং অন্যান্য দিনও কিছু পরিবহন সেবা কিছুটা হ্রাস করা হবে।