আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে যেমন ডুবিয়েছে তেমনি কৃষকদের প্রকৃতভাবে ক্ষতিপূরণ দিচ্ছে না – কলিম উদ্দিন মিলন

7
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ছাতক- দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে উন্নতমানের আমন বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে যেমন ডুবিয়েছে, তেমনি কৃষকদের প্রকৃতভাবে ক্ষতিপূরণ দিচ্ছে না। এই বন্যায় উচিত ছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাড়ানো। তা না করে পদ্ম সেতুর উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় করেছে। তারা বিনা ভোটে ক্ষমতায় আসায় দেশের মানুষের প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধ নেই। উন্নয়ন নামে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। একদিন জনগণের কাছে এর জবাবদিহিতা করতে হবে। তিনি বলেন, সরকারের পাতানো ফাঁদে বিএনপি আর পা দেবে না। এই সরকারের অধিনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে নামিয়ে অবাধসুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে এদেশের জনগণকে মুক্ত করা হবে। তিনি আরো বলেন, ভয়াবহ বন্যায় এ অঞ্চলের মানুষদের নিঃস্ব করে দিয়েছে। মানুষের ঘরে খাবার নেই। কৃষকদের ঘরে বীজ নেই। রোপা আমন ধান চাষের জন্যে এই মুহূর্তে কৃষকদের প্রচুর ধান বীজের প্রয়োজন। কিন্তু মানুষের এই দুঃসময়ে সরকার কিছুই করতে পারছে না। ধান বীজ, সার, গ্যাস-বিদ্যুৎ দিতে সরকার ব্যর্থ হয়েছে। দেশের কৃষক ও কৃষিকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। বিএনপি এই দেশের জনগণ, গরীব-দুঃখী, কৃষক -জনতার দল। মানুষের সকল অভাব-অভিযোগ, দুর্যোগ-দুর্বিপাকে বিএনপির নেতা- কর্মীরাই এগিয়ে আসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরাও সাধ্যমতো কৃষকদের পাশে দাঁড়িয়েছি। তিনি সিলেটের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সমাজের সকল বিত্তবানদের প্রতি ও আহবান জানিয়েছেন।
তিনি (১ আগষ্ট) সোমবার বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলার ছাতকে মড়ল কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ছাতক-দোয়ারাবাজার উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শত কৃষকদের মধ্যে উন্নতমানের আমন বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল ও ছাত্রনেতা ফয়জুল ইসলাম পাবেলের যৌথ পরিচালনায় অনুষ্টিত বীজ বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল, জেলা কৃষকদলের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আলম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সামসুল হক নমু।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলতাফুর রহমান খছরু, বিএনপি নেতা লায়েক শাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামসুর রহমান সামছু, পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক সামসুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সুমেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সহ-সভাপতি বাকি বিল্লাহ, কৃষকদল নেতা মনির উদ্দিন,ফরিদ আহমেদ, শ্রমিক দল নেতা শফি উদ্দিন, আব্দুস সোবহান, যুবদলের আব্দুল কাইয়ুম, লিজন তালুকদার,ছাত্রদল নেতা আব্দুল বাকি মুহিত, মাহবুব আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি