শাবি থেকে সংবাদদাতা :
ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষেও শিক্ষার্থী বুলবুল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (৩১ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং এর ৪০২২ নং রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় লোকপ্রশাসন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শামীমা তাসনীম বলেন, বুলবুলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। লোকপ্রশাসন পরিবারে বুলবুলের অভাব অপূরণীয়। তাই এভাবে আমাদের পরিবারের আর কোন সদস্যকে অকালে হারাতে চাই না।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বুলবুল হত্যার পর তোমরা উশৃংখল কিছু না করে যৌক্তিকতভাবে, সুশৃঙ্খলভাবে সবকিছু করেছো, শোককে শক্তিতে পরিণত করে নিজেদের শৃঙ্খলার পরিচয় দিয়েছো। আমরা সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। তোমাদের যেকোনো সমস্যা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করো, তোমরা আমাদের পরিবারের বাইরের কেউ না। আমরা চেষ্টা করবো তোমাদের সমস্যায় পাশে দাঁড়াতে।
তিনি আরও বলেন, বুলবুলের যেকোন যৌক্তিক দাবিতে লোকপ্রশাসন বিভাগ শিক্ষার্থীদের পাশে থাকবে। আজ বুলবুলের পরিবার তাদের অন্যতম সহায় সম্বল হারিয়েছে। যা কখনো পরিবারের পক্ষে পূরণ যোগ্য না। তাই তোমরা যেখানে যাও সতর্ক থাকবে। যে পথে ঝুঁকি সে পথ এড়িয়ে চলবে। তোমাদের পরিবার অনেক স্বপ্ন নিয়ে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। তাই পরিবারের জন্য হলেও তোমাদের ভালো কিছু করা দরকার। তোমরা সফল হলে তা আমাদের সফলতা বলেই মনে হয়।
এ সময় লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. ইসমত আরা, সহকারী অধ্যাপক মো. মাহমুদ হাসান, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক জুবায়দা গুলশান আরাসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।