ক্ষুধার জ্বালা :
শূন্য উদর অশান্তিময় মনটা খালি খালি
ভোঁ ভোঁ করে ঘোরে মাথা দ্বিগিদিক চলি।
গরীর দুঃখী নিঃস্বরা, পায়না রোজ খেতে
ধনী সব মানুষরা চায় আরও ধনী হতে।
অসহ্য ক্ষুধার জ্বালায়, পথে পথে ঘোরে
কষ্ট ভরা দুই চোখেতে জল টলমল করে।
রোদ বৃষ্টিতে ভিজে ওরা লাথি ঝাঁটা খায়
মাথার উপর ঝড় বাদলা দূঃখের সীমা নাই।
ভালো মন্দ জোটেনা তাই নষ্ট খাবার খায়
অনাহারে বুকের সব হাড় স্পর্ষ্ট গোনা যায়।