কাজিরবাজার ডেস্ক :
আবারও ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি কমেছে শূন্য দশমিক নয় শতাংশ। এ নিয়ে পরপর দুই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিম্নমুখী হলো। এমন পরিস্থিতিতে মন্দার শঙ্কা ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এপ্রিল-মে সময়ে অর্থনৈতিক সংকোচনের এ তথ্য প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি-মার্চে দেশটির জিডিপি কমে বার্ষিকভিত্তিতে এক দশমিক ছয় শতাংশ।
তবে শেষ প্রান্তিকে অর্থনীতির যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে মানে করা হচ্ছে দেশটির অর্থনীতি দুর্বল হচ্ছে। মূল্যস্ফীতি আকাশচুম্বী হওয়ায় ভোক্তাদের ব্যয় অনেক ধীর হয়েছে। সেখানের নাগরিকরা খুব কম জিনিসপত্র কিনছে। ব্যবসায় বিনিয়োগও কমেছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে, যার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে নির্মাণখাতে। তাছাড়া সরকারের ব্যয়ও কমেছে উল্লেখযোগ্য হারে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির এ খবরটি খুবই জটিল সময়ে এসেছে। উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির ফলে দেশটির ভোক্তা ও ব্যবসায়ীরা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক তিন-চতুর্থাংশ পয়েন্ট ভিত্তিতে সুদের হার বাড়িয়েছে।