শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

6

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমদের হত্যার প্রতিবাদে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত সময়ে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। মঙ্গলবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা সংসদের কোষাধ্যক্ষ সন্দীপ দাস, লাক্কাতুরা আঞ্চলিক শাখার সভাপতি স্বর্ণা গোয়ালা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার ক্যাম্পাস। কিন্তু সেই ক্যাম্পাসেই খুন হলেন শাবি শিক্ষার্থী বুলবুল। এর মধ্যে আবারও ক্যাম্পাসে শিক্ষার্থীদের জান-মালের যে কোনো নিরাপত্তা নাই তা প্রমাণ হলো। আমরা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে প্রশাসনের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততার কারণে এই ঘটনা ঘটেছে। তাই এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। তাই এই ব্যর্থ প্রশাসনেরও অপসারণ দাবি করছি আমরা।’ বিজ্ঞপ্তি