বিশিষ্ট শিক্ষাবিদ দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন মিনার আর নেই। সোমবার বাদ ফজর তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ সিলেট শহরে অসংখ্যা গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। সোমবার বাদ আসর তাঁর গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জীবদ্দশায় তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ারের সহোদর।
এদিকে সৈয়দ এপতার হোসেন পিয়ার এক বিবৃতিতে তার বড় ভাই সৈয়দ এনায়েত হোসেন মিনারের রুহের মাগফিরাতের জন্য সমগ্র সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি