এভাবে হেরে গেল পাকিস্তান!

62

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কাকে মাত্র ১৩৮ রানে অল আউট করে পাকিস্তান মনে করেছিল জয় নিশ্চিত। কিন্তু সেই জয়ই হাতছাড়া 256486_182হয়ে গেল তাদের। আবু ধাবিতে তারা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে যায়। ফলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা ২১ রানে। দীর্ঘ পরাজয়ের পর এই জয় শ্রীলঙ্কার জন্য আরো বেশি প্রাপ্তি।
হেরাথ ৬ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের স্বপ্ন নস্যাৎ করে দেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছিলেন হারিস সোহেল। এছাড়া আসাদ শফিক ২০ এবং সরফরাজ আহমদ ১৯ রান করেন। বাকি ব্যাটসম্যানদের আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেনি।
ইয়াসিরের জন্য চ্যালেঞ্জ
বিশ্বসেরা লেগ-স্পিনারের জন্য পাকিস্তানের ইয়াসির শাহকে চ্যালেঞ্জ করতে পারে ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব বলে জানান অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন। ভারতের নয়া সেনসেশন কুলদীপের বোলিংয়ের প্রশংসাও করেছেন ওয়ার্ন। নিজ টুইটার অ্যাকাউন্টে কুলদীপের প্রশংসা করে অস্ট্রেলিয়ার সেরা স্পিনার বলেন, ‘কুলদীপ যদি সেরা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সে ইয়াসিরকে ভবিষ্যতে চ্যালেঞ্জ ছুড়ে দিবে।’
গেল মার্চে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে কুলদীপের। ঐ টেস্টেই বল হাতে চমক দেখান তিনি। ঐ সিরিজে দুই ম্যাচে অংশ নিয়ে ৯ উইকেট শিকার করেন কুলদীপ। ফলে ভারতের ওয়ানডে দলেও সুযোগ পেয়ে যায় এই বাঁ-হাতি স্পিনার।
গেল জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে কুলদীপের। তবে সদ্যই শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্টিক করে ভবিষ্যতের তারকা হিসেবে নিজেকে তুলে ধরেন কুলদীপ। তাই কুলদীপের এমন বোলিং পারফরমেন্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার ওয়ার্ন। ইয়াসিরকে চ্যালেঞ্জ দেয়ার মত বোলার কুলদীপ বলে মনে করেন তিনি, ‘কুলদীপ যদি একটু ধৈর্য্য ধরে বোলিং করে, তবে সে সব রকম ফরম্যাটেই সেরা লেগ স্পিনার হওয়ার দৌড়ে দ্রুত ইয়াসিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ম্যাচে অংশ নিয়ে হ্যাটট্টিকসহ সাত উইকেট নেন কুলদীপ। তার পারফরমেন্সের প্রশংসা করে টুইটারে ওয়ার্ন লিখেন, ‘গতবার ভারতে এসে ওর সঙ্গে দেখা করে বশ ভাল লেগেছিল। ওর বোলিং দেখতে সত্যিই ভাল লাগে। ব্যাটসম্যানদের, বিশেষ করে অস্ট্রেলিয়ানদেরও দ্বিধা-দ্বন্দে ফেলে দিয়েছিলো সে। ওয়ানডে সিরিজে এর ব্যতিক্রম ছিলো না। দুর্দান্ত বোলিং করেছে সে। তাই হ্যাটট্টিক করার মত যোগ্য বোলার কুলদীপ।’
তবে ভবিষ্যতে আরও ভালো করতে হলে বোলিংয়ে আরও উন্নতির কথা বলেন ওয়ার্ন, ‘কুলদীপের বোলিংয়ে দারুণ সব ডেলিভারি রয়েছে। তবে ভবিষ্যতে ভালো করতে হলে তাকে আরও উন্নতি করতে হবে এবং পরিশ্রমও করতে হবে। কারণ প্রতিপক্ষের ব্যাটসম্যানরা দ্রুতই তার টেকনিকে খুঁজে বের করে ফেলবে। তাই তাকে আরও বেশি ভালো বোলিং করতে হবে এবং আরও নতুন নতুন অস্ত্র সংগ্রহে রাখতে হবে।’
ভারতের হয়ে ২ টেস্টের পাশাপাশি ১১টি ওয়ানডে ও ২টি টি২০ ম্যাচ খেলেছেন কুলদীপ। ওয়ানডেতে ১৮টি ও টি২০-তে ৩ উইকেট নেন ২২ বছর বয়সী কুলদীপ।
পিএসএলের তৃতীয় আসরের জন্য বিদেশী খেলোয়াড়দের চুক্তি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের জন্য সাত বিদেশী খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৮ সালে অনুষ্ঠিত হবে পিএসএলের তৃতীয় আসর। পিসিবি প্রধান নাজাম শেঠিও নিজ টুইটার অ্যাকাউন্টে এ খবর নিশ্চিত করেছেন। তবে খেলোয়াড়রা কোন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তিবদ্ধ হয়েছে তা জানায়নি পিসিবি।
নিজ টুইটারে শেঠি বলেন, ‘খুবই ভালো খবর। পিএসএলের জন্য আরও কিছু খেলোয়াড় চুক্তিবদ্ধ হলোÑ দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, মিচেল জনসন, শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের রশিদ খান ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস।’
এছাড়া পিএসএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানে জন্মগ্রহন করা দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনার ইমরান তাহির পিএসএলের আগামী আসরে অংশ নিবেন।’
সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিলো। তবে গেল আসরে শুধুমাত্র ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ঐ ফাইনালে বিদেশী খেলোয়াড়দের সন্তুষ্টি দেখে টুর্নামেন্টের তৃতীয় আসরের বেশির ভাগ ম্যাচ পাকিস্তানের মাটিতে করার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলো পিএসএল কর্তৃপক্ষ।
আর সম্প্রতি বিশ্ব একাদশের সাথে নিজেদের মাটিতে তিনটি টি২০ ম্যাচেও অংশ নেয় পাকিস্তান। তাই আগামী আসরে পিএসএলের বেশিরভাগ ম্যাচ যে পাকিস্তানের মাটিতে গড়াবে তা বলার অপেক্ষা রাখে না। খুব শিগগিরই পিএসএলের সূচিও ঘোষণা করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৪১৯ এবং ১৩৮
পাকিস্তান : ৪২২ ও ১১৪
ফলাফল : শ্রীলঙ্কা ২১ রানে জয়ী