সিলেট বিভাগে বেসরকারী উদ্যোগে গঠিত তাহফীজুল কুরআন শিক্ষা বোর্ডের ২০১৭ সালের হিফজুল কুরআন (তাকমীল) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল রবিবার বোর্ডের প্রধান কেন্দ্র নগরীর হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসায় দুপুর দুইটায় ফলাফল ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান শায়খ আব্দুস সালাম আল মাদানী ও সচিব হাফিজ মিফতাহুদ্দীন আহমদ সহ বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হয়।
সিলেট বিভাগের প্রায় অর্ধ শতাধিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও হিফজ তাকমীল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় পাসের হার শতকরা ৮৪.৭০। এবারে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫ জন। এর মধ্যে ১ম, ২য় এবং ৩য় এই তিন বিভাগে মোট ৭২ জন হাফেজে কুরআন কৃতকার্য হন।
সম্মিলিত মেধা তালিকায় কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার কৃতি ছাত্র হাফেজ মারুফ-এ এলাহী প্রথম (রোল নং- থ-০০১০১৪), নগরীর হাজী কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার কৃতি ছাত্র মো: সাখাওয়াত হোসাইন ভূঁইয়া সাঈদ দ্বিতীয় (রোল নং- থ-০০১০১৯) এবং হাজী কুদরত উল্লাহ মাদরাসার ছাত্র হাফিজ আব্দুল্লাহ আল মওদুদ তৃতীয় (রোল নং- থ-০০১০২৩) বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
উত্তীর্ণ ছাত্রদের বিভাগ ও রোল নাম্বার :
প্রথম বিভাগ ঃ থ-০০১০৪৮, থ-০০১০৪১, থ-০০১০২৫, থ-০০১০৪০, থ-০০১০৩৩, থ-০০১০৩২, থ-০০৯৭৯, থ-০০১০১৬,
থ-০০১০২৪, থ-০০৯৯৩, থ-০০৯৮৭, থ-০০৯৯৭, থ-০০৯৮৩, থ-০০১০৫২, থ-০০১০১৫, থ-০০১০৫৫, থ-০০১০৪২,
থ-০০১০৫০, থ-০০১০৩৮, থ-০০১০০৫, থ-০০৯৮১, থ-০০১০১৮, থ-০০১০৩১, থ-০০৯৭৮, থ-০০১০৪৩,
থ-০০১০৪৫, থ-০০১০০২, থ-০০১০৪৯, থ-০০৯৭৬, থ-০০১০৪৪, থ-০০৯৮৫, থ-০০৯৮২, থ-০০১০১৩,
থ-০০১০২২, থ-০০১০৩৫, থ-০০৯৯১, থ-০০১০২৭, থ-০০৯৯৫, থ-০০১০২৬, থ-০০৯৯৪, থ-০০১০২৮।
দ্বিতীয় বিভাগ ঃ থ-০০৯৮৪, থ-০০১০০৭, থ-০০১০২৯, থ-০০১০৪৭, থ-০০৯৮০, থ-০০৯৯৬, থ-০০৯৯৯, থ-০০১০৫৬, থ-০০৯৮৬,
থ-০০১০১৭, থ-০০১০৬০, থ-০০১০০০, থ-০০১০০৮, থ-০০১০৩৪, থ-০০৯৯৮, থ-০০১০০৪, থ-০০১০২১,
থ-০০১০২০।
তৃতীয় বিভাগ ঃ থ-০০৯৯৭, থ-০০১০০৬, থ-০০১০৫৪, থ-০০১০৫৮, থ-০০৯৯২, থ-০০১০৪৬, থ-০০১০৫৯, থ-০০১০১১,
থ-০০১০৫৩, থ-০০৯৮৯।
উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি ও সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে। বিজ্ঞপ্তি