তুলতুলে :
তুল তুল ফুল তুল,
তুলতুলে পাপড়ি –
ঝিঙে ফুল লতা দুল,
বনফুল ঝোপড়ি।
শশা ফুল দুল দুল,
মাচানে তুল তুল-
পাশে বহে ছোট নদী,
খরতায় কুলকুল।
চুমু দেয় ঘুমু দেয়,
ভোমরায় মসগুল –
গানে গায় প্রাণে তায়,
ফুল বনে ভীমরুল।
তুল তুল লাউ ফুল,
দুলে লতা মাচানে –
ঝিঙে ফুল দুল দুল,
দুলে ঐ উঁচানে।