দেশের স্বার্থ

2

জাহাঙ্গীর আলম :

আমার দেশের মাটি যেনো
প্রকৃতিতে হাসে,
সোনার ফসল পেয়ে কৃষক
সুখ সাগরে ভাসে।

গামগুলো সব ঘুরে দেখলাম
ভালো মানুষ কত,
অন্যায় কাজে কভু তারা
হয় না মাথানত।

জীবন দিয়ে দেশের স্বার্থ
রক্ষা করবে যারা,
মৃত্যুর পরে ধরাধামে
অমর হবে তারা।