সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান

9

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিয়েছে এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ২০ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা সদরের হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে সুনামগঞ্জ সরকারী কলেজে অধ্যয়নরত ২ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট ২৪ হাজার টাকা বৃত্তি হিসেবে নগদ প্রদান করা হয়। পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি ২০২০ এবং ২০২১ইং কার্যক্রমের আওতায় উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যবস্থাপক মোঃ গোলাম এহিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মোঃ আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেণু মিয়া, পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সুরমা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ বাদল হোসেন, সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা (এসডিও) মোঃ জাহিদুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোছাঃ জেসমিন আক্তার ও সাবিকুন্নাহার সাবিনা প্রমুখ। এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যবস্থাপক মোঃ গোলাম এহিয়া জানান, উক্ত বৃত্তি প্রদান কর্মসূচি চলমান রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরোও অনেক কৃতি শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করবো।