দোয়ারাবাজারে জনতা ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ ॥ দুর্যোগে মানুষের পাশে এস দাঁড়ানো প্রকৃত মানবিকতা

4

জনতা ব্যাংকের উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার শ্রীপুরবাজার এলাকায় বন্যার্ত ২শ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পান্ডারগাঁও, হরিপদ নগর, গুপিনগর, নতুননগর, ইসলামনগর, বাহাদুরপুর, আফসরনগরসহ ১০টি গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শ্রীপুরবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি: সিলেট এরিয়া অফিসের ডিজিএম মো এহতেশাম জলিল, সিলেট বিভাগীয় কার্যালয়ের এজিএম মনির আহমেদ, এজিএম মো নজরুল ইসলাম দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো: শমসের আলী, জনতা ব্যাংক জাউয়া বাজার শাখার ম্যানেজার আমিনুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র অফিসার মো জিয়াউর রহমান।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন দুর্যোগ যে কোন মানুষের হতে পারে এ ক্ষেত্রে ধনী গরীব কোন কিছু বিচার করে না। তাই যে কোন দুর্যোগে দুর্গত মানুষের পাশে সে দাঁড়ানো প্রকৃত মানবিকতা। বক্তারা সকলকে যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি