শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ

46

নিউইয়র্ক থেকে সংবাদদাতা  :
শ্রীলংকায় সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে। বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে গত মঙ্গলবার সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়। সমাবেশ থেকে এমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতি-গোষ্ঠী-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সন্ত্রাসী ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত সহ সকল সন্ত্রাসী হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।
বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সেক্রেটারী নজরুল হক, এশিয়ান মাল্টি সার্ভিস’র কর্ণধার সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, আবদুল বাছির খান, জালাল চৌধুরী, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, মঞ্জুর চৌধুরী জগলুল, কফিল চৌধুরী, নূরে আলম জিকু, জামাল হোসেন, রতন চক্রবর্তী, মুকিত চৌধুরী, এ ইসলাম মামুন, সোহান আহমেদ টুটুল, সারোয়ার চৌধুরী, আকসাদ আলী বাবুল প্রমুখ। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ সমাবেশে।
কমিউনিটি নেতারা সন্ত্রাসের বিরুদ্ধে ব্যক্তব্য রাখেন। তারা বলেন, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলংকায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটলো। আমরা সকল সন্ত্রাসের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার। তারা বলেন, একজন সন্ত্রাসী কেবলই সন্ত্রাসী। সন্ত্রাসীর অন্য কোন পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী কোন ধর্মের বা দেশের হতে পারে না।
তারা সন্ত্রাসীদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না। এ সময় শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
সমাবেশ থেকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। হামলা বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্লে-কার্ড বহন করা হয়।