করোনা মহামারি থেকে সারাবিশ্বের মানুষের মুক্তি ও সকলের সুস্থতা কামনায় হযরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.)-র মাজার প্রাঙ্গণে ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, সমাজসেবক মটুক হাজী, ভক্তৃন্দ পরিষদ দক্ষিণ সুরমা থানার সভাপতি হারুন চিশতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিযদের সাধারণ সম্পাদক নাজমুল হক, কেন্দ্রীয় সদস্য আলমগীর কবির, মধুশহীদ মাজারের খাদেম মো. আরিফুর রহমান, ভক্তবৃন্দ পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মল্লিক তপন, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, রিমন আহমদ, কাজী আরিফ প্রমুখ।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী, কামাল বাজার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনহুর আলী। বিজ্ঞপ্তি