মধ্যবিত্তের যাতনা :
সাধ্য যাদের আছে তারা
বানভাসিকে নানা ভাবে
ত্রাণ বিলিয়ে দিচ্ছে
গরিব-দুখি হাতটা পেতে
গ্রহণ করে নিচ্ছে।
মধ্যবিত্ত লোক অনেকে
চক্ষু লজ্জায় ত্রাণ গ্রহণে
হাত পেতে না চাচ্ছে
তারা কিন্তু ত্রাণ সামগ্রী
একটুও না পাচ্ছে।
কেউ ভাবে না তাদের কথা
কেউ বুঝে না কষ্ট তাদের
কীভাবে যে খাচ্ছে
বানের জলে সব হারিয়ে
দিন কেমনে যাচ্ছে।
ভাবতে হবে তাদের কথা
যেতে হবে তাদের পাশে
ত্রাণ যারা বিলাচ্ছে
যেয়ে দেখুন কষ্টে তাদের
চোখে জল গড়াচ্ছে।