উচ্চ শব্দে গান বাজনা করে হাওর ভ্রমণ, অতিষ্ঠ পর্যটন স্পট তীরবর্তী গ্রামের মানুষ

37
তাহিরপুরে মাইক, সাউন্ড বক্স সহ হাওর ভ্রমণকারী নৌকা। ছবিটি ট্যাকেরঘাট এলাকা থেকে তোলা।

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজনা করে হাওরে উঠতি যুবকদের নৌকা ভ্রমণ। শব্দ দূষণে অতিষ্ঠ নদী তীরবর্তী কিংবা হাওর তীরবর্তী গ্রামের লোকজন। প্রতিকারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট কিন্তু তাতেও থামছে না উচ্চ শব্দে গান বাজনা।
১২ জুলাই মঙ্গলবার টাঙ্গুয়া হাওর ও ট্যাকেরঘাট চুনাপাথর খনি এলাকা থেকে কমপক্ষে ২২টি নৌকাকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয় উচ্চ শব্দে গান বাজান করে পরিবেশ দূষণের জন্য।
কিন্ত জরিমানার পর পরই সেই যুবকরা বাড়ি ফেরা পথে উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে বাড়ি ফিরেন।
১৩ জুলাই বুধবার হাওর ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক নৌকায় সাউন্ড সিস্টেম বাজিয়ে গান বাজনা করে তাহিরপুর উপজেলার বিভিন্ন স্পটে অবস্থান করছেন বলে জানা গেছে।
বালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এনামুল হক তার গ্রামের বাড়ি বালিজুরী ইউনিয়নের বালিজুরী গ্রামে রক্তি নদীর পাশে। তিনি জানান, নৌকায় ভ্রমণকারীদের সাউন্ড সিস্টেমের উচ্চ শব্দে গ্রামবাসী অতিষ্ঠ। তিনি জানান, আজও অনেক নৌকা গান বাজনা করে রক্তি নদী হয়ে তাহিরপুরের বিভিন্ন পর্যটন স্পটের দিকে যাচ্ছে।
পর্যটক গাইড ও মোটর সাইকেল চালক আমিনুল ইসলাম। তার বাড়ি ট্যাকেরঘাট খনিজ প্রকল্পের পাশে। তিনি জানান ঈদের দিন রাত থেকে শত শত নৌকা ট্যাকেরঘাট অবস্থান করছে। প্রতিটিতে সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দের গান। আমি সহ স্থানীয়রা এক দিকে নিষেধ দেই গান বন্ধ করতে অন্য দিকে তারা আবার শুরু করে। শব্দ দুষনের বিষয়টি মোবাইল ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার হলে মঙ্গলবার নির্বাহী অফিসার উচ্চ সাউন্ড সিস্টেম পরিবহনকারী নৌকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে গান বাজনা কিছুটা কমে। আজও বেশ কয়েকটি নৌকা ঘাটে রয়েছে। প্রত্যেকটিতেই সাউন্ড সিস্টেম আছে। এখন গান বাজনা না হলেও ঘাট থেকে নৌকাগুলো ছেড়ে যাওয়ার সময় হয়তো বক্স বাজাতে বাজাতে বাড়ি ফিরবে।
বিন্দাস ট্রাভেল গ্রুপ এর কর্নধার রেদোয়ান খান তিনি বলেন, সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজনা করে ভ্রমণ হতে পারে না। ভ্রমণের জন্য সুন্দর পরিবেশ দরকার। হাওরের পরিবেশেকে যারা দূষণের দিক নিয়ে যায় তাদের প্রতি আরও কঠোর হওয়ার জন্য প্রশাসন সহ স্থানীয় লোকজনদের প্রতি তিনি আহবান জানান।
জনতা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল বলেন, মঙ্গলবার ২২টি নৌকাকে শব্দ দূষণের জন্য জরিমানা করেছে প্রশাসন। আজও বেশ কয়েকটি নৌকা সাউন্ড সিস্টেমে গান বাজাতে বাজাতে হাওরের দিকে যাচ্ছে। তিনি জানান সব কটি নৌকাই হাওর পারের বিভিন্ন গ্রাম থেকে আসা উঠতি যুবদের।
গতকালও জানা যায় ঈদ কিংবা পূজোর আনন্দে এক শ্রেণীর উঠতি যুবক বিশেষ করে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের ও পাশর্^বর্তী উপজেলা জামালগঞ্জ, বিশ^ম্বরপুর, মধ্যনগর, ধর্মপাশা, জেলা সদর সুনামগঞ্জ সহ পাশর্^বর্তী জেলা নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন ঘুরতে আসেন তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে। আসার পথে নৌকায় সাউন্ড সিস্টেম চালু করে গান শুনতে শুনতে, কিংবা নাচতে নাচতে হাওর পথ পাড়ি দেন। আর ঈদের সময় এর মাত্রা ছাড়িয় যায় অনেক। শত শত নৌকা, শত শত সাউন্ড সিস্টেম। সব মিলে শব্দ দূষণে অতিষ্ঠ পর্যটন স্পট পাশর্^বর্তী বিভিন্ন গ্রামের লোকজন। টাঙ্গুয়া হাওর থেকে যাদুকাটা নদীর দূরত্ব অনেক। উপজেলা প্রশাসন একদিকে গেলে অন্য দিকে হুট করে সহজে যেতেও পারছেন না। ফলে বিচ্ছিন্ন ভাবে চলছে হাওর ভ্রমণে উচ্চ শব্দে গান বাজনা।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ রায়হান কবির বলেন, বন্যার কারণে হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। আশা রাখি দ্রুত ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
নিষেধাজ্ঞার মধ্যে অনেকেই উচ্চ শব্দে গান বাজনা করে শব্দ দূষণ সহ ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছেন। আমরা তাদের অনেককেই জরিমানা করছি। হাওর ভ্রমণে শব্দ দূষণ সহ পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।