সুনামগঞ্জে ৪শ’ পরিবারকে ঈদুল আযহা উপলক্ষে আর্থিক সহায়তা দিয়েছে এনজিও পদক্ষেপ

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জর সদর উপজেলার সুরমা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের ২ শত ও জেলা সদরের হাজীপাড়াস্থ এরিয়া কার্যালয়ে পৌর এলাকার ২ শতসহ মোট ৪ শত বন্যার্ত জনসাধারণকে ঈদুল আযহা উপলক্ষে নগদ আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। ৬ জুলাই বুধবার সুরমা ইউনিয়নের বেরীগাঁও ব্রাঞ্চ অফিসের কার্যালয় প্রাঙ্গণে এবং পৌর এলাকার হাজীপাড়াস্থ এরিয়া অফিসে পৃথক দুটি ভেন্যুতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে দিনব্যাপি বন্যার্ত নারী পুরুষের মাঝে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়। সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া সংস্থার মাঠ পর্যায়ে শনাক্তকৃত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উক্ত নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
এ সময় পদক্ষেপ সুনামগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার ও সিনিয়র ব্যাবস্থাপক গোলাম এহিয়া, পদক্ষেপ সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সুরমা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ বাদল হোসেন, এসডিও জাহিদুল ইসলাম, ইডিও সোহেল খান, পদক্ষেপ এর স্বাস্থ্য কর্মকর্তা সনেট রায় ও দিপংকর মালাকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।