জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে কোরবানির পশুর হাটে মানুষের উপচেপড়া ভীড়ে রীতিমতো যানজট লেগে যায়। ৬ জুলাই বুধবার জগন্নাথপুর পৌর শহরের হেলিপ্যাড মাঠে বসে কোরবানির পশুর হাট। হাটে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা। এতে মুল হাট হেলিপ্যাড মাঠে হলেও দুপুরে মাঠ ছাড়িয়ে যায় পশুর হাট। এ সময় হেলিপ্যাড থেকে হাবিবনগর, পৌর পয়েন্ট, টিএন্ডটি রোড সহ আশপাশ এলাকা জুড়ে বসে হাট। হাটে গরুর আমদানির সাথে সাথে বাড়তে থাকে ক্রেতাদের উপচেপড়া ভীড়। পড়ে যায় বেচাকেনার ধুম। এক পর্যায়ে ব্যস্ততম পৌর পয়েন্টে রীতিমতো যানজট লেগে যায়। তবে এ হাটের ইজারাদার হাজী ইকবাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।