বন্যার্তদের পুনর্বাসনে সরকারকে বেশি করে বরাদ্দ দিতে হবে – আলহাজ্ব কুনু মিয়া

6

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, বন্যা পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর সংস্কারের জন্য বিপাকে পড়বেন। তাই এসকল মানুষের পুনর্বাসনের জন্য সরকারকে এবার বেশি করে বরাদ্দ দিতে হবে। মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর, খালপার, দক্ষিণভাগ, লালনগর, এখলাছপুরসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব কুনু মিয়া আরো বলেন, বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোটি কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আলাদা করে সিলেটের জন্য বরাদ্দ দিতে হবে। একই সাথে পানি নামার পরপরই রাস্তাঘাটগুলো মেরামত করতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা যুবসংহতির সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, জেলা জাপার সদস্য আতাউর রহমান খান, দেলোয়ার হোসেন দিলু, বাঘা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আং মন্নান, সাধারণ সম্পাদক শাবাজ উদ্দিন, জাপা নেতা জামাল উদ্দিন মাখন, ফটিক মিয়া, সেবুল মিয়া, ইউপি সদস্য ফয়জুর রহমান, সমন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি