স্টাফ রিপোর্টার :
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি সিলেটবাসী। অনেকেই ঘর-বাড়ি হারিয়েছেন। হারিয়েছেন স্বজনদের। এমন পরিস্থিতি থেকে বানভাসি মানুষের রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে।
এদিকে বর্তমান এই অবস্থা কাটিয়ে উঠতে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে বন্যা থেকে রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা হুজায়ফা । এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সবধরণের বালা-মুসিবত থেকে দেশের সুরক্ষায় প্রার্থনা করা হয় মহান আল্লাহর কাছে। এ সময় মুসল্লিরা সৃষ্টিকর্তার উদ্দেশে মোনাজাতে দু-হাত তুলে কান্নায় ভেঙে পড়েন। এছাড়া সিলেটের বিভিন্ন মসজিদে মসজিদে খুৎবায় ইমামরা বন্যা ও করোনাভাইরাসসহ মহামারিতে জীবন রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরেন ইমাম।