এম এ রহমান

14

আষাঢ়-শ্রাবণে :

বৃষ্টি এলো বৃষ্টি এলো মেঘকন্যাদের কান্না
আষাঢ়-শ্রাবণ দিনে-রাতে ঝরে এমন ঝর্ণা
বৃষ্টি পড়ে টিনের চালায় কিবা গাছের পাতায়
টাপুরটুপুর বাজনা বাজায় নূপুর পড়া পা’টায়।

বৃষ্টি এলো বৃষ্টি এলো গাছের পাতা ভিজে
শাখে শাখে কদম-কেয়া ফিকফিক হাসে কিযে
বৃষ্টি পড়ে শহর-গ্রামে নদী-নালা ডুবে
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙরা ডাকে আনন্দ তার খুবে।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে পশু-পাখি ভিজে
চুপটি মেরে বসে থাকে কষ্ট তাদের কিযে
নদী-নালা, পুকুর হাসে পানি ভরে থইথই
টেংরা, পুটি সাঁতার কাটে আনন্দতে হইচই।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে রাস্তাঘাটে কাঁদা
বাইরে ঘুরি বৃষ্টি থামলে আকাশ যখন সাদা
মাছ ধরতে ভাই ছুটে চলি নদী-নালা- বিলে
হঠাৎ করে বিজলী চমকায় চমকে উঠে পিলে।