ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা :
ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের নির্গত বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের ক্ষেত কৃষি, ফসল ও গবাদিপশু।
এর প্রতিকার চেয়ে রবিবার কারখানা এলাকায় মানববন্ধন করেছেন চিলুয়া ও চালতা হাওরের চারপাশের কৃষক, মৎসজীবী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধনে তারা উল্লেখ করেন, সার কারখানার নির্গত বিষাক্ত গ্যাসের কারনের ফসলের জমি, ধানের চারা, মাছ মরে যায় এমনকি কিছুদিন আগে গ্যাস মিশ্রিত হাওরের পানি পান করে এক কৃষকের দুটি গরুও মারা যায়। দ্রুত কারখানার বিষাক্ত গ্যাসের ব্যাপারে ব্যবস্থা না নিলে তারা কঠিন কর্মসূচী দিবেন বলে ৩ দিনের আলটিমেটাম দেন।
মানববন্ধনে আন্দোলন কমিটির আহবায়ক মঈদ উদ্দিনের সভাপতিত্বে ও শেখ মোমিনুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন- শিক্ষক শহিদুজ্জামান ছুটু, সিরাজুল ইসলাম চৌধুরী, বিজয় রন্জন দে, মুজিবুর রহমান মনির, হেলাল উদ্দিন শামীম, জি এস আব্দুল মতিন, মামুন আহমদ নেওয়ার, জিল্লুর রহমান, জায়েদ ইকবাল ডালিম, আবুল হোসেন, রুমেল আহমদ, আমিনুল ইসলাম, সতেন্দ্র বিশ্বাস, নীল মনি, সাহেদ আহমদ, আসাদুল রহমান, মুজিবুর রহমান, দেওয়ান ফাহিম, রাকাদ আহমদ প্রমুখ।