সিলেটের বন্যা দুর্গত সকল এলাকায় ইবনেসিনা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িযেছে —মাওলানা হাবিবুর রহমান

5
ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ- এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করছেন- হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

ইবনেসিনা হাসপাতাল সিলেট লি: এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন সিলেট বিভাগের বন্যাদুর্গত সকল এলাকায় ইবনেসিনা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সকল দুর্যোগে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা সকলের উচিত।
তিনি (২৮-০৬-২০২২) মঙ্গলবার সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদিন, সমাজসেবী নজমুল ইসলাম, গোলাম কিবরিয়াসহ স্থানীয় বিশিষ্টজন।
কানাইঘাটে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাও: আব্দুল করিম, হাফেজ তাজ উদ্দিন, মাও: ফয়সল আহমদ, মোস্তফা কামাল, জুবের আহমদ ইউসুফ, নাদিম আহমদ।
জকিগঞ্জে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাও: জালালউদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, মাও: জামিল আহমদ। পৃথক পৃথক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ম্যানেজার (পারচেইজ) আল আমিন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) সাদ উদ্দিন সাদিক, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো: নজরুল ইসলাম, এসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মো: বদরুল হক, সিনিয়র অফিসার সারোয়ার হোসাইন, মার্কেটিং অফিসার রুবেল আহমদ।
এদিকে গত (২৭-০৬-২০২২) সোমবার ইবনেসিনা হাসপাতাল সিলেট লি: এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ীবাজার, বাদেপাশা ও শরিফগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজার (এডমিন) মুহাম্মদ জাকির হোসাইন, ইবনেসিনা রিকাবীবাজার শাখার ইনচার্জ মোবারক হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) আজহার উদ্দিন খান, বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, বিশিষ্ট মুরব্বি নূরুল হক মাস্টার, সমাজসেবী, ফখর উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, মাওলানা আব্দুল কাদির, হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার কমর উদ্দিন, খলিলুর রহমান খান জালাল, মো: নজরুল ইসলাম, সিনিয়র অফিসার এহতেশামুল আলম জাকারিয়া, মার্কেটিং অফিসার দেলোয়ার হোসেন, রুবেল আহমদ, কর্পোরেট মার্কেটিং অফিসার দেলোয়ার হোসেন রনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেন, আপনাদের প্রতি এই সহযোগিতা কোন দয়া বা করুণা নয় এটা বিপদগ্রস্ত মানুষের প্রতি ভালোবাসা। বন্যা পরবর্তী সময়ে শারীরিক নানা সমস্যা প্রবল হয়ে দাঁড়ায়। তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সকলকে সচেতন হতে হবে এবং আল্লাহর উপর ভরসা রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিজ্ঞপ্তি