মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

13

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে হুমায়ুন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইলেটি। নিহত হুমায়ুন মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার পুত্র। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মহাসড়কের সাহেববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হুমায়ুন মিয়া নামে ওই যুবক রতনপুর এলাকার বিএইচএল সিরামিক কোম্পানির এসিসট্যান্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল। বিকেলে সে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।