স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা এলাকার মোগলাবাজার স্টেশনের কাছে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো। ট্রেনটি নতুন ইঞ্জিন দিয়ে উদ্ধার করার পর ফের সচল হয় রুট। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আসা জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিন সন্ধ্যা ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে এসে বিকল হয়ে পড়ে। রাত ৮টার দিকে সিলেটে থেকে নতুন ইঞ্জিন নিয়ে গিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। ট্রেনের পাওয়ারে সমস্যা দেখা দিয়েছিলো বলে জানান তিনি।
সূত্র জানায়, সিলেট-ঢাকা রুটের কুলাউড়া এলাকায় অনেকটা রেলপথ বন্যার পানিতে তলিয়ে গেছে। পানির উপর দিয়েই ট্রেন চলাচল করছে। ট্রেন বিকল হয়ে মাঝপথে আটকে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।